ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আদালত

ঝিনাইদহে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
ঝিনাইদহে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে মাদক মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন চাকলা গ্রামের রবিউল ইসলামের ছেলে মিঠু ইসলাম ও একই এলাকার মৃত মোবারক কাজীর ছেলে কাওছার কাজী।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৭ জুন মহেশপুর উপজেলার কাঁঠালতলা এলাকা থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ ওই দুই জনকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।  

দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে ওই দুইজন দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।