ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আদালত

৫ বছরের পুরাতন মামলা নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
৫ বছরের পুরাতন মামলা নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

ঢাকা: মামলা জট নিরসনে দেশের সব নিম্ন আদালত ও ট্রাইব্যুনালকে পাঁচ বছরের অধিক পুরাতন মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ সার্কুলার জারি করেন।

সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন সাক্ষরিত সার্কুলারে বলা হয়, দেশের অধস্তন আদালতসমূহে বর্তমানে ২৮ লাখেরও বেশি মামলা বিচারাধীন এবং ক্রমান্বয়ে এই মামলার জট বৃদ্ধি পাচ্ছে।

বিচারাধীন মামলার মধ্যে পাঁচ বছরের অধিক পুরাতন মামলার সংখ্যাও কম নয়।

ফলে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধিসহ অগ্রাধিকার ভিত্তিতে পাঁচ বছরের বেশি পুরাতন মামলা নিষ্পত্তি করে ক্রমবর্ধমান মামলা জট নিরসনের বিকল্প নাই।

এমতাবস্থায় দেশের সব নিম্ন আদালত ও ট্রাইব্যুনালকে পাঁচ বছরের অধিক পুরাতন মামলা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হলো। প্রত্যেক আদালত/ট্রাইব্যুনালকে প্রতি মাসের প্রথম সপ্তাহে মধ্যে পুরাতন মামলা নিষ্পত্তির তালিকা সুপ্রিম কোর্টে পাঠাতে হবে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।