ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আদালত

না’গঞ্জে বিস্ফোরক মামলায় তিন বিএনপি নেতার আত্মসমর্পণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
না’গঞ্জে বিস্ফোরক মামলায় তিন বিএনপি নেতার আত্মসমর্পণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ তিন বিএনপি নেতা বিস্ফোরক মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আক্তারের আদালতে সদর থানার বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করেন তারা। পরে জামিনের আবেদন করলে আদালত চাজশির্ট দেওয়া পর্যন্ত আত্মসমর্পণকারীদের জামিন দেন।

আত্মসমর্পণ করা বাকি দুজন নেতা হলেন, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন ও নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন।

জামিন শেষে সাখাওয়াত হোসেন খান বলেন, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ করেছি। আদালত আমাদের জামিন দিয়েছেন, পুলিশের এ ধরনের মিথ্যা মামলা থেকে আদালত আমাদের রেহাই দেবে বলে বিশ্বাস করি।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।