ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আদালত

ত্রিশালের জঙ্গি ছিনতাইয়ে গ্রেফতারকৃত রাহাতের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
ত্রিশালের জঙ্গি ছিনতাইয়ে গ্রেফতারকৃত রাহাতের জামিন

ঢাকা: ময়মনসিংহের ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের মামলায় গ্রেফতারকৃত জেএমবির সদস্য গোলাম সরোয়ার রাহাতকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

আদালতে রাহাতের পক্ষে শুনানি করেন আইনজীবী নাসির উদ্দিন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির।

মনিরুজ্জামান কবির বলেন, হাইকোর্টের এ জামিনের আদেশের বিরুদ্ধে আগামী রোববার (০৬ আগস্ট) আপিল বিভাগে আবেদন করা হবে।

২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যান থেকে জেএমবির তিন দুর্ধর্ষ জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

জেএমবির শীর্ষ পর্যায়ের ওই তিন নেতা হলেন- মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) ও রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ (৩৫) এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫)।

এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোলাম সরোয়ার রাহাতকে গ্রেফতার করে।

জামিনের আবেদনের পর গত বছর রাহাতকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ওই বছরের ১৩ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ জামিনের আদেশ স্থগিত করে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
ইএস/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।