ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আদালত

বিসিসির প্রধান নির্বাহী সহ ৩ জনের বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
বিসিসির প্রধান নির্বাহী সহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ব‌রিশাল: লাখ টাকা দাবির অভিযোগে বরিশাল সিটি কর্পেরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) বরিশালের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন বরিশাল নগরের সাধুর বটতলা এলাকার সাইদুর রহমান সড়কের বাসিন্দা আ. রব।

মামলাটির বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তা দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন।

মামলায় বিবাদীরা হলেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান, কর্পোরেশনের আরআই সালাউদ্দিন ও বরিশাল নগরের সাধুর বটতলা এলাকার শহীদুল হক।

মামলার বাদী পক্ষের আইনজীবী এস.এম সরোয়ার হোসেন জানান, বাদী মামলাটিতে আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে টাকা চাওয়ার অভিযোগ তুলেছেন।

বাংলা‌দেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এমএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।