ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আদালত

বিচারকের মামা পরিচয়দানকারী আইনজীবী রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
বিচারকের মামা পরিচয়দানকারী আইনজীবী রিমান্ডে

ঢাকা: ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামানের ভুয়া মামা পরিচয়দানকারী আইনজীবী মঈন আহম্মেদ সৌরভকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (০৬ মার্চ) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (৭ মার্চ) তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাতদিন রিমান্ড আবেদন করেন মোহাম্মদপুর থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা ফজল ইসলাম।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নূরনবী এ রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী এবিএম কবির হোসাইনের করা জামিনের আবেদন নাকচ করে দেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত আলম বলেন, আইনজীবী সৌরভ বিচারকের মামা পরিচয় দিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন। তিনি তার চেম্বারে সাইনবোর্ডের পাশাপাশি বিচারকের সাইনবোর্ডও ব্যবহার করতেন। অথচ বিচারক ওই আইনজীবীকে চিনতেনই না।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।