ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আদালত

সিসিকের দুই কাউন্সিলর বরখাস্তের আদেশ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
সিসিকের দুই কাউন্সিলর বরখাস্তের আদেশ স্থগিত

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) দুই কাউন্সিলরকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ স্থগিত করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসাইন ও বিচারপতি আতাউর রহমানের হাইকোর্ট বেঞ্চ ।

সিসিক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বাংলানিউজকে বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিলাম।

মন্ত্রণালয়ের ওই আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট’।

গত ০৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে সিসিকের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসুকে সাময়িক বরখাস্ত করা হয়। একটি মামলায় তাদের বিরুদ্ধে দেওয়া চার্জশিট আদালত গ্রহণ করায় বরখাস্ত করে মন্ত্রণালয়। ১৪ ফেব্রুয়ারি এ সংক্রান্ত চিঠি তাদের হাতে এসে পৌঁছায়।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এনইউ/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।