রমজান উপলক্ষে তিউনিসিয়ার বাজারগুলোও সাজে ভিন্ন রূপে। ছবি: সংগৃহীত
তিউসিয়ান যুবকদের মধ্যে রমজানের প্রতি আগ্রহ থাকে অন্যদের তুলনায় বেশি।
ইফতারিতেও থাকে ভিন্ন মাত্রা। ছবি: সংগৃহীত
রমজানের ২৭ তারিখে তিউনিসিয়ান যুবকরা তাদের বিয়ের জন্য প্রস্তাবিত মেয়েদের কাছে কিছু উপঢৌকন পাঠান। এটি তাদের প্রাচীন ঐতিহ্য। ২৭ তারিখে তারা তাদের সন্তানদের মুসলনমানিও (খৎনা) করান। আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়ে খাবারের আয়োজন করেন।
তারাবির নামাজে তিউনিসিয়ানদের উপস্থিতি হয় বেশ। ছবি: সংগৃহীত
হিফজুল কোরআনের প্রতি তিউনিসিয়ানদের রয়েছে আলাদা আকর্ষণ ও গুরুত্ব। বাচ্চাদের তারা নানাভাবে উৎসাহিত করে। রমজানে রাষ্ট্রীয়ভাবে তিউনিয়াসিয়ার মসজিদগুলোতে চারশতের অধিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সবচেয়ে বড় পরিসরে হয় আন্তজার্তিক কোরআন প্রতিযোগিতা। যেখানে ১৫টি মুসলিম রাষ্ট্র অংশ নিয়ে থাকে।
ক্রেতা আসবে ইফতার কিনতে। তাই প্রস্তুতি চলছে... ছবি: সংগৃহীত
তিউনিসিয়ানারা সাধারণত খেজুর ও দুধ দিয়ে ইফতার করেন। তবে ইফতারের আলাদা বৈশিষ্ট্য হলো, সামান্য দুধ ও খেজুর খেয়েই তারা মাগরিবের নামাজে দাঁড়িয়ে যান। নামাজের পর আবার দস্তরখানে ফিরে আসেন এবং দীর্ঘ সময় বিভিন্ন মুখরোচক খাবার গ্রহণ করেন। হরেক রকমের খাবার ও পানীয়ের মাধ্যমে দস্তরখান ভর্তি থাকে।
তিউনিসিয়ান ইফতারের ঘরোয়া আয়োজন। ছবি: সংগৃহীত
তিউনিসিয়ার অধিকাংশ মসজিদেই তারাবির নামাজের আগে ধর্মীয় নানা অনুষ্ঠান হয়। এসব অনুষ্ঠানে তারা গুরুত্বের সঙ্গে যোগদান করেন। আলোচকের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সে অনুযায়ী আমলের চেষ্টা করেন।
-মাজাল্লাতুল মীম অবলম্বনে
রমজানবিষয়ক যেকোনো লেখা আপনিও দিতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমএমইউ