ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বিশ্ব টয়লেট দিবসে হারপুনের সচেতনতামূলক ক্যাম্পেইন  

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
বিশ্ব টয়লেট দিবসে হারপুনের সচেতনতামূলক ক্যাম্পেইন  

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে মানুষকে স্বাস্থ্যসম্মতভাবে টয়লেট ব্যবহারে সচেতন করতে ‘হাইজিন ফর অল, পাওয়ার ফর হার’ শিরোনামে একটি ক্যাম্পেইন আয়োজন করছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড এর টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপুন। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো দেশে শতভাগ নারীবান্ধব ও হাইজিন সমৃদ্ধ টয়লেট নিশ্চিত করণে মানুষকে উদ্বুদ্ধ করা।

 

ক্যাম্পেইন সম্পর্কে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড এর চেয়ারম্যান জনাব কাজী নাজমুল আবেদীন বলেন, টয়লেটের পরিচ্ছন্নতা সম্পর্কে মানুষের সচেতনতা আরও কম। শহর থেকে গ্রাম বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য পরিচ্ছন্ন টয়লেট সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে হারপুন টয়লেট ক্লিনার।

এ প্রসঙ্গে এই প্রতিষ্ঠানটির  চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব রফিকুল আমীন বলেন, ক্লিন এবং হাইজেনিক টয়লেট সুবিধা নিশ্চিত করা নিয়ে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে ঘরের বাইরে হাইজেনিক টয়লেটের অভাবে নারীদের অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।  আমরা সেই চ্যালেঞ্জগুলো সমাধানে নিজেদের জায়গা থেকে নানা ধরনের উদ্যোগ নিয়ে সর্বত্র কাজ করে যাচ্ছি। আমরা মানুষকে বোঝাতে চাই যে শুধু টয়লেট ব্যবহার করলেই হবে না; স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে।  

কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড এর হারপুন টয়লেট ক্লিনার ব্র্যান্ড বাংলাদেশে পরিষ্কার ও জীবাণুমুক্ত টয়লেট ব্যবহারের সচেতনতায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সামাজিক দায়বদ্ধতা থেকে হারপুন বর্তমানে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের জন্য হাইজেনিক টয়লেট সুবিধা নিশ্চত করতে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।