ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

এবি ব্যাংকের মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এবি ব্যাংকের মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

ঢাকা: এবি ব্যাংক মাস্টারকার্ড বিজনেস (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) ও মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ডমেস্টিক) ২০২৩-২৪ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেছে। এবি ব্যাংক এ বছর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্যাটাগরিতে এককভাবে শীর্ষস্থান অর্জন করে।

 

এবি ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজাল।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর ড. আহসান এইচ মনসুর। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মওলা।  

এ সময় আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।