ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

এবি ব্যাংকের ‘বাণিজ্য-ভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এবি ব্যাংকের ‘বাণিজ্য-ভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা: এবি ব্যাংক পি এল সি সম্প্রতি ব্যাংকের বাণিজ্যিক শাখাগুলো এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের ‘বাণিজ্য-ভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ মোক্তার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক ফাউন্ডেশনের কনসালট্যান্ট কাইজার এ চৌধুরী এবং এবি ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো মো. আমিনুর রহমান।

কর্মশালায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)- এর অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মাদ মোক্তার হোসেন এবং যুগ্ম-পরিচালক মো. মোশাররফ হোসেনসহ এবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ দেনে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।