ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং প্লাস গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং প্লাস গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ঢাকা: প্রিমিয়াম ব্যাংকিং প্লাস গ্রাহকদের এক্সক্লুসিভ ব্যাংকিং সুবিধা দিতে রেডিসন ব্লু  চট্টগ্রাম বে ভিউ- এর সঙ্গে একটি চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক।
 
গত ১৮ সেপ্টেম্বর রেডিসন ব্লু  চট্টগ্রাম বে ভিউ-তে এ চুক্তিটি সই হয়।


 
এ চুক্তির অধীনে এখন থেকে ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং প্লাস গ্রাহকরা বছরজুড়ে জন্মদিন, বিবাহবার্ষিকী ও বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের বিশেষ দিনগুলোতে রেডিসন ব্লু  চট্টগ্রাম বে ভিউ-তে বিশেষ সুবিধা উপভোগ করবেন।
 
রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হলো রেডিসন হোটেল গ্রুপ- এর অধীনে পরিচালিত সেনা হোটেল ডেভেলপমেন্টস লিমিটেড-এর মালিকানাধীন একটি স্বনামধন্য হোটেল।
 
চুক্তি সই অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব রিজিওনাল কর্পোরেট কায়েস চৌধুরী, রিজিওনাল হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক জামশেদ আহমেদ চৌধুরী, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন আরমীন আহমেদ, হেড অব অ্যালায়েন্স আশরাফুল আলম এবং প্রিমিয়াম ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার এহসান সামাদ।

অন্যদিকে রেডিসন ব্লু  চট্টগ্রাম বে ভিউ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী (অব.), ম্যানেজার অব প্রকিউরমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ফ্যাইন্যান্স রায়হান চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ক্যাটারিং সারোয়ার আলম, সেলস ম্যানেজার ফয়সাল কবির এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অব পিআর অ্যান্ড মারকম ওয়াসিক জাওয়াদসহ অন্যান্য কর্মকর্তারা।

এ চুক্তিটি গ্রাহকদের প্রিমিয়াম সেবা দেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

ব্যাংকটি এক্সক্লুসিভ সুবিধা এবং সেরা ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিতে সবসময় সচেষ্ট।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।