ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

‘স্বপ্ন’এখন মনিপুর ৬০ ফিটে

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
‘স্বপ্ন’এখন মনিপুর ৬০ ফিটে

ঢাকা: দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ মিরপুর-১ এর মনিপুর ৬০ ফিটের বারেক মোল্লার মোড়ে নতুন আউটলেট চালু করেছে।  

বুধবার (২৭ মার্চ) সকাল ১১টায় স্বপ্ন’র নতুন এ আউটলেট উদ্বোধন করা হয়।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, আমার বিশ্বাস, নতুন এ আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে।  

স্বপ্নের পরিচালক (অপারেশনস) আবু নাছের বলেন, উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনভেস্টর রুবেল আহম্মেদ, স্বপ্নের হেড অব বিজনেস এক্সপ্যানশন মো. শামছুজ্জামান, স্বপ্ন'র  রিজিওনাল হেড অব অপারেশন সাকের নুর, এরিয়া সেলস অপারেশন ম্যানেজার আলী আকবর প্রমুখ।  

নতুন আউটলেটের পুরো ঠিকানা: ২২৪/এ, বারেক মোল্লার মোড় পশ্চিম মনিপুর ৬০ ফিট, মিরপুর, ঢাকা।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ