ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

সিদ্ধিরগঞ্জে বাজুসের নতুন সভাপতি রানা, সম্পাদক আমজাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
সিদ্ধিরগঞ্জে বাজুসের নতুন সভাপতি রানা, সম্পাদক আমজাদ

নারায়ণগঞ্জ: বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড শাখা নির্বাচন শেষ হয়েছে। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ওমর ফারুক রানা।

১৩ ভোট পেয়ে মো. আমজাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে চিটাগংরোডের একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. জামাল হোসেন, প্রদীপ চন্দ্র দে বাবু ও মো. আমজাদ হোসেন। ৩৭ ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ৩৬ জন। জামাল হোসেন ১২ ও প্রদীপ চন্দ্র দে বাবু ১১ ভোট পান।

বাজুসের এ নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন আবুল কাশেম, মো. মোছলেম উদ্দিন, মোবারক হোসেন, নেছার উদ্দিন, মো. সোহেল রানা ও মো. সোহান।

গত ১ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে বাজুসের নির্বাচন কমিশন। ১৪ নভেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ১৭ নভেম্বর মনোনয়নপত্র চূড়ান্ত বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।