ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

ইসলামী ব্যাংকে ‘ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস’ শীর্ষক সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
ইসলামী ব্যাংকে ‘ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস’ শীর্ষক সভা

ঢাকা: ইসলামী ব্যাংকে ‘ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ডিজিটাল অ্যাপ সেলফিন, ইন্টারনেট ব্যাংকিং, এমক্যাশ, এটিএম-সিআরএম, খিদমাহ ক্রেডিট কার্ড, পিওএস ও কিউআর কোডসহ ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টগুলো সম্প্রসারণ ও গ্রাহকদের জন্য আরও সহজতর করার লক্ষ্যে ‘ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস’ বিষয়ক আলোচনা সভা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে. কিউ এম হাবিবুল্লাহ, মো. আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আকিজ উদ্দিন।  

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আ ফ ম কামালউদ্দিনের সভাপতিত্বে মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, সব জোন, শাখাপ্রধান, উপশাখা ইনচার্জ এবং সব জোন ও শাখার  ডিজিটাল ব্যাংকিং ইনচার্জরা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।