ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

৭ শতাধিক প্রতিনিধি নিয়ে নেপালে আকিজ প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
৭ শতাধিক প্রতিনিধি নিয়ে নেপালে আকিজ প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন

ঢাকা: দেশের অন্যতম বৃহত্তম শিল্প পরিবার আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস লিমিটেড তাদের প্রায় পাঁচ শতাধিক পরিবেশকসহ প্রায় ৭০০ জনের একটি বিশাল প্রতিনিধি দল নিয়ে নেপালের রাজধানীর কাঠমান্ডুতে পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত ভ্রমণ সূচিতে ২০ আগস্ট কাঠমান্ডুর ইয়ক অ্যান্ড ইয়াতি হোটেলের রয়্যাল গ্র্যান্ড কনফারেন্স হলে আকিজ প্লাস্টিকস অ্যান্ড পাইপস অ্যাচিভার্স সামিট ২০২৩ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসিরউদ্দিন বলেন, দেশের সীমানা পেরিয়ে আকিজ প্লাস্টিকসের বিশ্বমানের প্লাস্টিকসামগ্রী বর্তমানে ভারত, সৌদি আরব এবং সুদানে রপ্তানি হচ্ছে। চলতি অর্থবছরে আমাদের যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে ১০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে।

আকিজ গ্রুপের সিইও সেখ আজরাফউদ্দিন বলেন, প্লাস্টিক পণ্যের ক্ষেত্রে আকিজ শুধু বাংলাদেশের সেরা ব্র্যান্ড নয়; আন্তর্জাতিকভাবে বড় ব্রান্ডের স্বীকৃতির দাবিদার - আর সেই অভিষ্ট লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বিদেশের মাটিতে এতো বিপুল সংখ্যক পরিবেশকদের নিয়ে সম্মেলন তারই ইঙ্গিত বহন করে।

চারটি চার্টারড বিমানে আগত অতিথিদের পুরো ভ্রমণের পরিব্যক্তিতে নেপাল ট্যুরিজম বোর্ডের সিইও এয়ারপোর্টে আকিজ গ্রুপের চেয়ারম্যান এবং সিইওসহ নেপালে আগত সব অংশগ্রহণকারীদের গ্রান্ড অভ্যর্থনা দিয়ে স্বাগত জানান, সঙ্গে নেপাল বাংলাদেশের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি, বিমান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ২০ আগস্ট অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত থেকে আকিজ গ্রুপের সাফল্য কামনা করেন।

আকিজ প্লাস্টিকস এর পরিবেশক সম্মেলনের আনুষ্ঠান উপস্থাপন করেন আকিজ গ্রুপের হেড অব মার্কেটিং তারিক রায়হান মিঠু। আরও উপস্থিত ছিলেন আকিজ প্লাস্টিকস এর হেড অব অপারেশন্স মিনহাজ বিন মিজান, আকিজ প্লাস্টিকসের হেড অব সেলস শহিদুল ইসলাম, আকিজ প্লাস্টিকস এর হেড অব কর্পোরেট সেলস আতিকুর রহমান; আকিজ পাইপস এর হেড অব আপারেশন্স পরিতোষ মিত্র, আকিজ পাইপস এর হেড অব সেলস ফজলুল হক মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ