ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বিকাশ পেমেন্ট

‘আপন বাজার’ থেকে সাশ্রয়ী পণ্য পাবেন ৪০ হাজার শ্রমিক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
‘আপন বাজার’ থেকে সাশ্রয়ী পণ্য পাবেন ৪০ হাজার শ্রমিক

ঢাকা: বিকাশ অ্যাকাউন্টে বেতন পাওয়া বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এখন থেকে বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।  

ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাঙ্গণে বেক্সিমকো, বিকাশ ও আপন ওয়েলবিং-এর উদ্যোগে চালু হওয়া ন্যায্য মূল্যের দোকান ‘আপন বাজার’ থেকে বিকাশ পেমেন্টে এই সুবিধা পাবেন বিভিন্ন কারখানার প্রায় ৪০ হাজার শ্রমিক-কর্মচারী।

এছাড়াও বিকাশ পেমেন্টে পণ্য কেনার পাশাপাশি ৩১ মার্চ পর্যন্ত থাকছে ৫ শতাংশ ক্যাশব্যাক। অফার চলাকালীন ক্রেতারা সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

বাজার মূল্যের চেয়ে কম দামে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার এই দোকান থেকে শ্রমিকরা ক্যাশ টাকা ছাড়াই বিকাশে পাওয়া বেতন থেকে পেমেন্ট করে পণ্য কিনতে পারবেন। এর ফলে শ্রমিকদের সময় ও ক্যাশ আউটের খরচ দুটোই সাশ্রয় হবে। পাশাাপাশি, ডিজিটাল লেনদেনের সঙ্গে অভ্যস্ততা তৈরির মাধ্যমে শ্রমিকদের আরও সহজ ও নিরাপদ ক্যাশবিহীন লেনদেনে সক্ষম করে তুলবে।

রোববার (১২ মার্চ) গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাঙ্গণে ন্যায্য মূল্যের দোকান ‘আপন বাজার’ এর আউটলেট উদ্বোধনে উপস্থিত ছিলেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার কে. এম. আকরাম হোসাইন, মানব সম্পদ ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান খালিদ শাহরিয়ার, বিকাশের হেড অফ পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম এবং আপনটেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাইফ রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে গত কয়েক বছর ধরে বিকাশের উদ্যোগে বিভিন্ন গার্মেন্টস কারখানা প্রাঙ্গণে ন্যায্য মূল্যের দোকান চালু করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ৩০টি ফ্যাক্টরিতে ন্যায্য মূল্যের বাজার প্রতিষ্ঠা করা হয়।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের মতো বর্তমানে দশ লাখের বেশি শ্রমিক বিকাশের মাধ্যমে বেতন পাচ্ছেন। শুধু তাই নয়, বিকাশ তৈরি পোশাক খাতের কর্মীদের জন্য একটি টেকসই, নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেম তৈরিতেও কাজ করছে। শ্রমঘন এলাকায় এবং এর আশেপাশে মার্চেন্ট নেটওয়ার্ক তৈরি, নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন ফ্যাক্টরিতে অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন, কারখানা প্রাঙ্গণেই ইন্স্যুরেন্স সেবাসহ নানা ধরণের ব্যবস্থা নিচ্ছে বিকাশ। ফলে, বিকাশের মাধ্যমে প্রাপ্ত বেতনকে কাজে লাগিয়ে কর্মীরা তাদের বিকাশ অ্যাকাউন্ট দিয়েই নিজেদের আর্থিক ব্যবস্থাপনা আরও সুচারুভাবে পরিচালনা করতে পারছেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।