ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

ইন্টার ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট ফেস্টে ঢাবিকে হারাল মেরিটাইম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
ইন্টার ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট ফেস্টে ঢাবিকে হারাল মেরিটাইম

ঢাকা: এসএমসি প্লাস ইন্টার ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট ফেস্টের দ্বিতীয় পর্বের ২৭তম বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে ‘ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশ’ নামে ফেসবুক পেজ থেকে বিতর্ক প্রতিযোগিতাটি সরাসরি সঞ্চালিত হয়।

এ সময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মো. মনিরুজ্জামান ও রাদিব আল আমিন। মডারেটর ছিলেন সানজিদা রাফিয়া।

'দ্য প্রোডাক্ট ক্যান অনলি রিমাইন ইন এক্সিসট্যান্স থ্রো মার্কেটিং’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল ছিল ফ্রি ইকোনমিকস-ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিপক্ষ দল ছিল মেরিটাইম প্যারাডক্স-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি।

পক্ষ দলের বিতার্কিক ছিলেন সুপ্রভা শুভা জামান, শুভ ও ফায়েজ জামান। অন্যদিকে বিপক্ষ দলের বিতার্কিক ছিল মো. রফিকুল ইসলাম, নূর মোহাম্মদ শুভ ও সাজিদ হোসাইন আদিব।

বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে ফ্রি ইকোনমিকস- ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) হারিয়ে নিজেদের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে মেরিটাইম প্যারাডক্স-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ