ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

‘স্বপ্ন’ এখন পীরগঞ্জে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
‘স্বপ্ন’ এখন পীরগঞ্জে

ঢাকা: দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন রংপুরের পীরগঞ্জে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজীমুল ইসলাম শামীম, অফিসার্স ইনচার্জ জাকির হোসেন, স্বপ্নের জোনাল ম্যানেজার অব অপারেশন মো. শাহ নেওয়াজ মজুমদার রনি, জোনাল ম্যানেজার ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট অফিসার মো. সাব্বির আহমেদসহ অনেকে।

‘স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন’ এখন দেশের ৪৪টি জেলায়। পীরগঞ্জে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন।

স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারি যোগাযোগ নম্বর- ০১৮৮৯ ৯৭৩৮৮৬।

নতুন এ আউটলেটের ঠিকানা: বটতলা (ইসলামী ব্যাংকের বিপরীত পাশে), ড. ওয়াজেদ মিয়া রোড, ওয়ার্ড নম্বর-৭, পীরগঞ্জ, রংপুর।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ