ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ব‌রিশা‌লে নেমেছে গুঁ‌ড়ি গুঁ‌ড়ি বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
ব‌রিশা‌লে নেমেছে গুঁ‌ড়ি গুঁ‌ড়ি বৃষ্টি বৃষ্টি নামছে। ছবি: বাংলানিউজ

বরিশাল: ব‌রিশা‌লে শুরু হয়েছে গুঁ‌ড়ি গুঁ‌ড়ি বৃষ্টি। পাশাপা‌শি শীতের তীব্রতা বাড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৬ ডি‌সেম্বর) রাত সা‌ড়ে ৯টার পর থে‌কে এ বৃ‌ষ্টি হয়।

এদি‌কে সূর্যগ্রহণের কারণে বৃহস্পতিবার সকাল থেকে সূ‌র্যের আ‌লোর যেমন দেখা মে‌লে‌নি, তেম‌নি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করে।

 

ব‌রিশাল আবহাওয়া কার্যালয়ের পর্য‌বেক্ষক মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, ব‌রিশা‌লে আজ স‌র্বোচ্চ তাপমাত্রা ছি‌লো ২১ ডি‌গ্রি সেল‌সিয়াস ও স‌র্বনিম্ন তাপমাত্রা  ছি‌লো ১২ ডি‌গ্রি সেল‌সিয়াস। রা‌তে এখন গুঁড়ি গুঁ‌ড়ি বৃ‌ষ্টি শুরু হ‌য়ে‌ছে। যা আ‌রও ২/১ দিন এভা‌বে থে‌মে থে‌মে গুঁড়ি গুঁ‌ড়ি বৃ‌ষ্টি হ‌তে পা‌রে বলেও ধারণা করছেন ওই পর্য‌বেক্ষক।

বাংলা‌দেশ সময়: ২৩১০ ঘণ্টা, ডি‌সেম্বর ২৬, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।