ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নেত্রকোনা বিনামূল্যে গাছের চারা বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
নেত্রকোনা বিনামূল্যে গাছের চারা বিতরণ বিনামূল্যে গাছের চারা বিতরণ

নেত্রকোনা: সবুজ বনায়ন গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনায় কোমলমতি শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইস স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও ঔষধি গাছের এ চারা বিতরণ করা হয়।

জেলায় বৃক্ষপ্রেমিক হিসেবে পরিচিত আব্দুল হামিদ ও জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী নিজস্ব উদ্যোগে চারাগুলো বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপর (প্রশাসন) এস এম আশরাফুল আলম, মোহাম্মদ শাহ্রি শাহ্জাহান মিয়া (অপরাধ) ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যসহ শিক্ষার্থী পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।