ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সবুজ জলবায়ু তহবিল নারীবান্ধব করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
সবুজ জলবায়ু তহবিল নারীবান্ধব করার দাবি

ঢাকা: সবুজ জলবায়ু তহবিল নারীবান্ধব করার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ফেডারেশন। 

শনিবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জলবায়ু ন্যায্যতায় নারী জাগরণ’ দিবস উপলক্ষে আয়োজিত এক মানবন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

মানবন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বড় ধরনের ভূমিকা পালন করছে নারীরা।

এ জন্যই ৮ সেপ্টেম্বরকে ‘জলবায়ু ন্যায্যতায় নারী জাগরণ দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সবুজ তহবিল নারীবান্ধব না। আমরা আজকের মানবন্ধন থেকে এই তহবিলকে নারীবান্ধব করার দাবি জানাই।

বক্তারা আরও বলেন, বাংলাদেশে জলবায়ু সংক্রান্ত পরিকল্পনায় ভুক্তভোগী নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এতে বিশ্বকেও এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আজ বিপদে। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে একে রক্ষা করা দরকার।

মানবন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম, সাধারণ সম্পাদক কমরেড জায়েদ ইকবাল খান, সহ-সভানেত্রী রেহানা বেগম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
ইএআর/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।