ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শ্রীমঙ্গল প্রেসক্লাবে বৃক্ষরোপন কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
শ্রীমঙ্গল প্রেসক্লাবে বৃক্ষরোপন কর্মসূচি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গল প্রেসক্লাবে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (০১ আগস্ট) সকাল ১১টার দিকে আম, কাঠাল, নারিকেলসহ বিভিন্ন প্রজাতির ফলদবৃক্ষের চারা লাগানো হয়।

ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে প্রেসক্লাব ভবন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার এভিপি ও হেড অব ব্রাঞ্চ মো. নুরুজ্জামান।

প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. ইদ্রিস আলী। অনুষ্ঠানে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সব সদস্য, ইসলামী ব্যাংক কর্মকর্তা ও শ্রীমঙ্গল থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
বিবিবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।