ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সারিয়াকান্দিতে তিন দিনব্যাপী বৃক্ষমেলা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
সারিয়াকান্দিতে তিন দিনব্যাপী বৃক্ষমেলা ছবি: বাংলানিউজ

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

শনিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় স্থানীয় পাবলিক মাঠে বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্ধোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রাসারণ অধিদফতর বগুড়ার উপ- পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ কামাল উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মমতাজুর রহমান, মতিউর রহমান মতি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।