ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পরিবেশ দিবসে নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুন ৫, ২০১৬
পরিবেশ দিবসে নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ স্লোগানে বিশ্ব পরিবেশ দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

রোববার (০৫ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এ শোভাযাত্রা হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. রকিবুল হাসান, রেজিস্ট্রার মো. আমিনুল ইসলাম, গ্রন্থাগারিক মো. ফজলুল কাদের চৌধুরী এবং উপ-রেজিস্ট্রার ড.  মো. হুমায়ুন কবীর প্রমুখ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।