ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ভোলার উপকূলে সাত দিনব্যাপী পাখি গণনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
ভোলার উপকূলে সাত দিনব্যাপী পাখি গণনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় শুরু হয়েছে সাত দিনব্যাপী আন্তর্জাতিক জলচর-পাখি গণনার কাজ।

শুক্রবার সকাল থেকে ৯ সদস্যের একটি টিম উপকূলের পাখি গণনার উদ্দেশে রওনা হয়ে সদরের মদনপুর রাতে অবস্থান করে।


 
পের শনিবার (১৬ জানুয়ারি) সকালে ওই টিমটি মনপুরার উদ্দেশে রওনা দেয়।

বন্যপ্রাণী গবেষক ও পাখি রিংগার সামিউল মোহসেনিনের নেতৃত্বে বাংলাদেশ বার্ড ক্লাব (বিবিসি), নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকন) এবং চ্যানেল আইয়ের ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ পাখি গণনা করছে।
 
সাতদিনে টিমটি ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও পটুয়াখালী জেলার উপকূলীয় পাখি-সমৃদ্ধ ২৫-৩০টি চরে জলচর-পাখি গণনা কাজ কবে। বিশেষ করে বঙ্গোপসাগরের তীরবর্তী ভোলা, মনপুরা, হাতিয়া, চর-বারি, নিঝুম দ্বীপ, দমার-চর, চর-শাহজালাল ও ঢাল-চরসহ বেশ কিছু চরের পর্যবেক্ষণ করে চলবে গণনার কার্যক্রম।
 
গণনা টিমে রয়েছেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান, ড. জাহাঙ্গীর আলম, সানিকার রহমান রাহুল, উপ পরিদর্শক (এসআই) সোহেল, সাইফুল ইসলাম, শুভ সাহা, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শিহাব খালেদীন এবং বিল্লাল হাওলাদার।

গণনা কার্যক্রম শেষে কি পরিমাণ পাখি দেখা মিলছে তা নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
 
শীত মৌসুমে দ্বীপজেলা ভোলার চরাঞ্চলে বিভিন্ন প্রজাতির লাখ লাখ পাখি বিচরণ করছে। ভোলা বার্ড ক্লাবের আয়োজনে পাখি মেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।