ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

‘পাখি গণনা ও সংরক্ষণ’ শীর্ষক আলোচনা বৃহস্পতিবার

এনভায়রনমেন্ট স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
‘পাখি গণনা ও সংরক্ষণ’ শীর্ষক আলোচনা বৃহস্পতিবার

বাংলাদেশে পাখি শুমারির ৩০ বছর এবং সারা বিশ্বে ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘পাখি গণনা ও সংরক্ষণ’ শীর্ষক এ বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত পরিবেশবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমেদ। পাখি গণনা ও সংরক্ষণ সম্পর্কে গবেষণামূলক বক্তব্য রাখবেন প্রখ্যাত পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক।

এছাড়াও মুকিত মজুমদার বাবু, ইশতিয়াক উদ্দিন আহমেদ, ডা. মো. আনোয়ারুল ইসলাম এবং ড. সাজেদা বেগম বক্তব্য রাখবেন।

বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ড. নিয়াজ আবদুর রহমান অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে।
 
সার্বিক আয়োজনে থাকছে বাংলাদেশ বার্ড ক্লাব, আইইউসিএন বাংলাদেশ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।
 
বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
বিবিবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।