ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও শীত অনুভূত হচ্ছে বেশি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও শীত অনুভূত হচ্ছে বেশি! কুয়াশাচ্ছন্ন শীতের সকালের।

পঞ্চগড়: নতুন বছরের প্রথম দিনেই দেশের উত্তরের শীত প্রবণ জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে গিয়ে দাঁড়িয়েছে। তাপমাত্রা বাড়ালেও ঠান্ডার তীব্রতা যেন আগের চেয়ে বেড়েছে।

সকাল ১০টা বাজলেও দেখা মেলেনি সূর্যের।  

এদিকে আবহাওয়া অফিস জানাচ্ছে, আকাশ মেঘ থাকার পাশাপাশি উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের তীব্রতা বাড়ায় অনুভূত হচ্ছে কনকনে শীত।

বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  

এর আগে ২০২৪ সালের শেষ দিনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।  

সরেজমিনে দেখা গেছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলার পথঘাট। রাতে কুয়াশা কম থাকলেও সকাল থেকে নামতে থাকে কুয়াশা।  

কুয়াশার সাথে ঠান্ডার তীব্রতা বাড়ায় সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ্য করা গেছে।  

জানা গেছে, উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাস অব্যাহত থাকায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা।  

এ আবহাওয়ায় দিনমজুর, কৃষি শ্রমিক ও রিকশা-ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  

একইসাথে বাতাসের আর্দ্রতা রেকর্ড হয়েছে ১শ শতাংশ। সামনে আরও শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।