লক্ষ্মীপুর: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার (২১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত চলমান রয়েছে।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে আসে। এদিকে বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমতির দিকে রয়েছে। শনিবার ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন এবং কুয়াশা বিরাজ করছে।
অন্যদিকে বৃষ্টির কারণে ক্ষেত থাকা পাকা ও আধাপাকা আমন ধান এবং শীতকালীন শাক-সবজি নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
লক্ষ্মীপুরের রামগতি আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক সোহরাব হোসেন বাংলানিউজকে বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। আগামী এক থেকে দুইদিন এমন পরিস্থিতি থাকবে। বৃষ্টির সঙ্গে তাপমাত্রা আরও কমবে। এতে শীত বাড়তে পারে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
আরআইএস