ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পাথরঘাটায় ৮ পাসহ ৬০ কেজি হরিণের মাংস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ৫, ২০২৪
পাথরঘাটায় ৮ পাসহ ৬০ কেজি হরিণের মাংস জব্দ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় আটটি পাসহ ৬০ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।

রোববার (৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ এলাকার খেয়াঘাটের কাছের একটি বাড়ির পুকুর পাড় থেকে মাংসগুলো জব্দ করা হয়।

তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।  

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজ জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুকুর পাড়ে একটি ককশিট ভর্তি মাংসগুলো বরফ দিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় জব্দ করা হয়। পরে বন বিভাগের কাছে আটটি পাসহ উদ্ধার ৬০ কেজি মাংস হস্তান্তর করা হয়। আদালতের নিদের্শনা অনুযায়ী কেরোসিন দিয়ে মাটিচাপা দেওয়া হবে।  

গত একমাসে কোস্টগার্ড পৃথক তিনটি অভিযানে মোট ৩০৫ কেজি হরিণের মাংস ও বন বিভাগের হাতে দুটি জীবিত হরিণ উদ্ধার হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।