ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বর্ষণ থামলেও কমছে না কালনী-কুশিয়ারার পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
বর্ষণ থামলেও কমছে না কালনী-কুশিয়ারার পানি

হবিগঞ্জ: তিনদিন পর বর্ষণ থেমে রোদের দেখা মিললেও পানি বৃদ্ধি থামছে না হবিগঞ্জের নদী কালনী-কুশিয়ারায়।  

এখন জেলার আজমিরীগঞ্জ অংশে নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরের দিকে পানি পরিমাপের এ হিসেব দেয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হবিগঞ্জ কার্যালয়।

এর আগের ২৪ ঘণ্টায় কালনী-কুশিয়ারার পানি ছিল বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে; অর্থাৎ পাউবোর পানি সমতলের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় এ নদীর পানি ৫ সেন্টিমিটার বেড়েছে।  

তবে হবিগঞ্জের প্রধান নদী খোয়াইয়ের হবিগঞ্জ জেলা ও চুনারুঘাট উপজেলা অংশে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।  

পাউবো হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন বলেন, ভারী বর্ষণ হওয়ায় উজানের পানি নামা অব্যাহত আছে। ফলে হবিগঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও নদ-নদীগুলোর পানি বেড়ে যাচ্ছে।

আজমিরীগঞ্জ উপজেলার কৃষক ওয়ারিশ মিয়া জানান, এখন তাদের হাওরে রোপা আমন মওসুমের জন্য বীজতলা তৈরির সময়। কিন্তু নদীর পানি বাড়তে থাকায় বীজতলা তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই এ কাজে কৃষকদের বিলম্ব হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।