ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্যারিয়ার

বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) পরিচালিত বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজে ‘প্রভাষক’ ও ‘সহকারী শিক্ষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ২টি পদে মোট  নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

 বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। আগ্রহী ব্যক্তিরা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা
১। প্রভাষক-৬
২। সহকারী শিক্ষক (জীববিজ্ঞান)-১
*পদের নাম: প্রভাষক (পদার্থ, রসায়ন, ভূগোল, পরিসংখ্যান, সমাজকর্ম, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা)
পদসংখ্যা: ৬ জন। প্রতিটি বিষয়ে একজন নিয়োগ পাবেন।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরে মেয়াদি ২য় শ্রেণি বা সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি। তৃতীয় বিভাগ থাকলে আবেদন গ্রহণযোগ্য নয়।
বয়স: আবেদনের জন্য ১২ সেপ্টেম্বরে বয়স হতে অনূর্ধ্ব ৩৫ বছর। ইংরেজি ভার্সনে পাঠদানে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: সর্বসাকুল্যে ২২ হাজার ৫০০ টাকা।
*পদের নাম: সহকারী শিক্ষক (জীববিজ্ঞান)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞান/প্রাণীবিজ্ঞান বিষয়ে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি/সমমানের স্নাতক
(সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ থাকলে আবেদন গ্রহণযোগ্য নয়।
বয়স: আবেদনের জন্য ১২ সেপ্টেম্বরে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। ইংরেজি ভার্সনে পাঠদানে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: সর্বসাকুল্য ২০,০০০ টাকা

আবেদনের নিয়ম-

আগ্রহীরা BPATC SCHOOL & COLLEGE এই লিংকে প্রবেশ করে Career Opportunity-এ ক্লিক করে Online আবেদন সম্পন্ন করতে হবে। পরে প্রিন্টেড কপির সঙ্গে এককপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি অধ্যক্ষ (অ.দা.), বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা-১৩৪৩ ঠিকানায় সরাসরি বা রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে। খামের উপর অবশ্যই পদের নামসহ মোবাইল নম্বর স্পষ্ট করে লিখতে হবে।
**আবেদনের নিয়ম, আবেদনপত্র পূরণসহ বিস্তারিত তথ্য দেখতে ক্লিক করুন এখানে

বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।