ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্যারিয়ার

হোন্ডা প্রাইভেট লিমিটেডে চাকরি,​ ​​​​​​কর্মস্থল মুন্সীগঞ্জ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
হোন্ডা প্রাইভেট লিমিটেডে চাকরি,​ ​​​​​​কর্মস্থল মুন্সীগঞ্জ

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিন বিভাগে একাধিক জনবল নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১২ জুন থেকেই আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ জুন পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, জীবনবিমা, চিকিৎসা বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট-সেলস প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিন।
পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস হলে আবেদন করতে পারবেন। তবে মার্কেটিংয়ে এমবিএ থাকলে অগ্রাধিকার।
অন্যান্য যোগ্যতা: সেলস সাপোর্ট, ফাইন্যান্স এবং লজিস্টিক বিষয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা। অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন আগ্রহীরা। অভিজ্ঞতা না থাকলেও আবেদনে উৎসাহ দিচ্ছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।
বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর বয়স হলেই আবেদন করা যাবে।

কর্মস্থল: মুন্সীগঞ্জের (গজারিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।