ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্যারিয়ার

সাত জেলায় ২০০ জন নেবে বেক্সিমকো, কাজ ডাটা-এন্ট্রির

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
সাত জেলায় ২০০ জন নেবে বেক্সিমকো, কাজ ডাটা-এন্ট্রির

বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বুধবার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানটির প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে একটি পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা: ২০০টি। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম যে কোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা।

কাজের ধরন: ফিল্ড থেকে ডাটা সংগ্রহ করা এবং যাচাই করা। স্ক্যানিং-এর মাধ্যমে ডেটা ডিজিটালাইজ করা। সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাইজড ডেটা যাচাই করা। সফটওয়ারে ডাটা ইনপুট করা। ফাইল সংরক্ষণ করা।

কম্পিউটার হার্ডওয়্যারে প্রাথমিক মেইনটেনেন্স এবং ট্রাবলশ্যুটিং করা। কর্তৃপক্ষ কর্তৃক প্রদানকৃত অন্যান্য প্রাসঙ্গিক কাজ সম্পন্ন করা। অফিস সরঞ্জামাদির যথাযথ ব্যবহার নিশ্চিত করন এবং যে কোনো সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা।

চাকরির ধরন: পূর্ণকালীন। চাকরির স্থান: অফিস। বয়সসীমা: ২০-৩০ বছর।  

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: টেকনোলজি সম্পর্কিত ধারণা। নির্ভুল কাজ করার দক্ষতা। সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা। প্রার্থীকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। মাইক্রোসফট অফিসের (ওয়ার্ড) কাজে অভিজ্ঞ হতে হবে। কম্পিউটার পরিচালনায় এবং এ সংক্রান্ত হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনায় প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

নিয়োগের স্থান: খুলনা, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট।

বেতন: ৮,০০০-১০,০০০ টাকা।

আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর, ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭১৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।