ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্যারিয়ার

মোটা বেতনে চাকরি দেবে পপি, চলছে আবেদন

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
মোটা বেতনে চাকরি দেবে পপি, চলছে আবেদন প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে (পপি)।  

প্রতিষ্ঠানটির একটি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী পরিচালক। পদ সংখ্যা: ১টি।  

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি।

কাজের ধরন: ঋণ কর্মসূচির প্রতিবেদন তৈরি ও যাচাই করা। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, মাঠ পর্যায়ের মনিটরিং ও সুপারভিশন কাজে পারদর্শী হতে হবে। ক্ষুদ্র উদ্যোগ ও ঋণ কর্মসূচির আওতায় সামাজিক উন্নয়ন কর্মসূচি পরিকল্পনা প্রণয়ন করা। পরিদর্শন কাজে মাসে কমপক্ষে ১২ দিন ঢাকার বাইরে যেতে হবে।  

চাকরির ধরন: পূর্ণকালীন।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা।  

বয়সসীমা: ৪২-৪৭ বছর। বিশেষ দক্ষতা সম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।  

বেতন: শিক্ষানবিশকালে ৮১,০০০-৮৬,০০০ টাকা (ভাতাসহ) এবং স্থায়ীকরণের পর ৮৮,৬২৫-৯৪,৩৪০ টাকা (ভাতাসহ)।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, ২ কপি সদ্য তোলা রঙিন ছবি, দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র ‘‘উপ-পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন), পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, লভিয়িং,  লালমাটিয়া, ঢাকা-১২০৭’’ এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর, ২০২৩ টাকা।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।