ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

১৪৩ জন নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
১৪৩ জন নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি প্রতীকী ছবি

একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) ।  

১৯ ক্যাটাগরির পদে ১৪৩ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১) পদের নাম: ল্যাব টেকনিশিয়ান
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (বিজ্ঞান)/ সমমানসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল ইন্ডাস্ট্রি পরিচালন এবং সংরক্ষণ বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস। কেমিক্যাল ইন্ডাস্ট্রি/ কেমিক্যাল প্ল্যান্টে ওয়াটার পিউরিফিকেশন কাজে দুই বছরের অভিজ্ঞতা। ওয়াটার ট্রিটমেন্ট/ পানি শোধনাগার প্ল্যান্টে কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অথবা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (বিজ্ঞান)/ সমমান পাস। কেমিক্যাল ইন্ডাস্ট্রি/ কেমিক্যাল প্ল্যান্টে ওয়াটার পিউরিফিকেশন কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা। ওয়াটার ট্রিটমেন্ট/ পানি শোধনাগার প্ল্যান্টে কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ২০-৩০ বছর
মূল বেতন: ১৪,৫০০ টাকা

২) পদের নাম: ফোরম্যান
পদসংখ্যা: ৬
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি/ সমমানসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স/ মেকানিক্যাল মেইনটেন্যান্স/ মেশিন টুলস অপারেশন/ মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স/ ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস। অন্তত ১২ বছর বিদ্যুৎকেন্দ্রে চাকরির অভিজ্ঞতাসহ ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পাসসহ কমপক্ষে ১৫ বছর বিদ্যুৎকেন্দ্রে চাকরির অভিজ্ঞতাসহ ১৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ৩৫-৫০ বছর
মূল বেতন: ১৪,৫০০ টাকা

৩) পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ৬
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (বিজ্ঞান)/ সমমানসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস। অন্তত ১২ বছর বিদ্যুৎকেন্দ্রে সংশ্লিষ্ট কারিগরি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পাসসহ কমপক্ষে ৫ বছর বিদ্যুৎকেন্দ্রে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ২০-৩৫ বছর
মূল বেতন: ১৪,৫০০ টাকা

৪) পদের নাম: ফিটার
পদসংখ্যা: ৬
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (বিজ্ঞান)/ সমমানসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল মেইনটেন্যান্স/ মেশিন টুলস অপারেশন/ মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস। সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা। অথবা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি/ সমমান পাস। বিদ্যুৎকেন্দ্রে সংশ্লিষ্ট কারিগরি কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ২০-৩৫ বছর
মূল বেতন: ১৪,৫০০ টাকা

৫) পদের নাম: মেশিনিস্ট/টেকনিশিয়ান
পদসংখ্যা: ৮
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি/ সমমানসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল মেইনটেন্যান্স/ মেশিন টুলস অপারেশন/ মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস। সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা। অথবা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি/ সমমান পাস। সংশ্লিষ্ট কারিগরি কাজে চার বছরের অভিজ্ঞতা। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ২০-৩৫ বছর
মূল বেতন: ১৪,৫০০ টাকা


৬) পদের নাম: ইনস্ট্রুমেন্ট মেকানিকস
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (বিজ্ঞান)/ সমমানসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস। বিদ্যুৎকেন্দ্রে সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা। অথবা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (বিজ্ঞান)/ সমমান পাস। বিদ্যুৎকেন্দ্রে সংশ্লিষ্ট কারিগরি কাজে চার বছরের অভিজ্ঞতা। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ২০-৩৫ বছর
মূল বেতন: ১৪,৫০০ টাকা

৭) পদের নাম: অগ্নিনির্বাপনকারী অপারেটর
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (ন্যূনতম); বুকের মাপ ৩২ ইঞ্চি (ন্যূনতম); ত্রুটিমুক্ত শারীরিক গঠন ও অবিবাহিত হতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ১৮-৩০ বছর
মূল বেতন: ১৫,৫০০ টাকা

৮) পদের নাম: এক্সকাভেটর অপারেটর
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি, এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস। এক্সকাভেটর চালনার কাজে চার বছরের অভিজ্ঞতা। এক্সকাভেটর চালানোর যোগ্যতা সনদ, প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ২২-৩৫ বছর
মূল বেতন: ১৫,৫০০ টাকা

৯) পদের নাম: ডাম্পট্রাক অপারেটর
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি, এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস। ডাম্পট্রাক চালনার কাজে চার বছরের অভিজ্ঞতা। ডাম্পট্রাক চালানোর যোগ্যতা সনদ, প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ২২-৩৫ বছর
মূল বেতন: ১৫,৫০০ টাকা

১০) পদের নাম: পে-লোড অপারেটর
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি, এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস। পে-লোডার চালনার কাজে চার বছরের অভিজ্ঞতা। পে-লোডার চালানোর যোগ্যতা সনদ, প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ২২-৩৫ বছর
মূল বেতন: ১৫,৫০০ টাকা

১১) পদের নাম: বুলডোজার অপারেটর
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি, এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস। বুলডোজার চালনার কাজে চার বছরের অভিজ্ঞতা। বুলডোজার চালানোর যোগ্যতা সনদ, প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ২২-৩৫ বছর
মূল বেতন: ১৫,৫০০ টাকা

১২) পদের নাম: রিকেলেইমার/স্টেকার অপারেটর
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি, এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস। রিকেলেইমার/স্টেকার চালনার কাজে চার বছরের অভিজ্ঞতা। রিকেলেইমার/ স্টেকার চালানোর যোগ্যতা সনদ, প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ২২-৩৫ বছর
মূল বেতন: ১৫,৫০০ টাকা

১৩) পদের নাম: ফর্ক লিফট অপারেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি, এসএসসি (ভোকেশনাল) বা এসএসসি (বিজ্ঞান)/ সমমান পাস। ফর্ক লিফট চালনার কাজে চার বছরের অভিজ্ঞতা। ফর্ক লিফট চালানোর যোগ্যতা সনদ, প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সনদ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ২২-৩৫ বছর
মূল বেতন: ১৫,৫০০ টাকা

১৪) পদের নাম: ক্রেন অপারেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি পাস। ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে। ক্রেন চালনার কাজে দুই বছরের অভিজ্ঞতা। সংশ্লিষ্ট কাজে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ২০-৩৫ বছর
মূল বেতন: ১৫,৫০০ টাকা

১৫) পদের নাম: পাম্প অপারেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (বিজ্ঞান)/ সমমানসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল মেইনটেন্যান্স/ মেশিন টুলস অপারেশন/ মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস। সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা। অথবা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কারিগরি কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ২০-৩৫ বছর
মূল বেতন: ১৫,৫০০ টাকা

১৬) পদের নাম: আর্মেচার উইন্ডার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি (ভোকেশনাল) বা এসএসসি (বিজ্ঞান)/ সমমান পাস। সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ২০-৩০ বছর
মূল বেতন: ১৪,৫০০ টাকা

১৭) পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৫০
যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/ সমমান পাস। কারিগরি কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ১৮-৩০ বছর
মূল বেতন: ১৪,৫০০ টাকা

১৮) পদের নাম: নিরাপত্তা সহায়ক/ প্রহরী
পদসংখ্যা: ৩০
যোগ্যতা: এসএসসি/ সমমান পাস। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি। আইনশৃঙ্খলা-সম্পর্কিত প্রাথমিক জ্ঞান ও প্রশিক্ষণ থাকতে হবে। তবে অবসরপ্রাপ্ত সেনা/ বিজিবি/ পুলিশ/ আনসার বাহিনীর সদস্যদের বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিলক্রমে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে।
বয়স: ১৮-৩০ বছর
মূল বেতন: ১৪,৫০০ টাকা

ভাতা ও অন্যান্য সুবিধা: সিপিজিসিবিএল (কর্মচারী) চাকরি বিধিমালা ২০১৭ এবং সিপিজিসিবিএলের পে-স্কেল ২০১৬ অনুযায়ী বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গ্রুপ ইনস্যুরেন্স, অর্জিত ছুটি নগদায়ন, গ্রাচ্যুইটি ও চিকিৎসা ভাতা দেওয়া হবে।

চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগযোগ্য। সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে ব্যবস্থাপনা পরিচালক, সিপিজিসিবিএলের অনুমোদনক্রমে চাকরির মেয়াদ ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট ২০২৩, রাত ১১টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।