ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্যারিয়ার

এক পদে ৪০ জন নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এক পদে ৪০ জন নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে একটি পদে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ (গ্রাহক পরিষেবা)। পদ সংখ্যা: ৪০টি।  

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমমানের যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। সিজিপিএ-৪ এর মধ্যে ন্যূনতম ৩ থাকতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ থাকতে হবে। ইংরেজি মাধ্যম ব্যাকগ্রাউন্ড বা বিদেশি ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

কাজের ধরন: ভিআইপি, সিআইপি এবং হুইল চেয়ারের যাত্রীদের প্রয়োজনে বিশেষ যত্ন নেওয়া। শারীরিকভাবে প্রতিবন্ধীদের যত্ন নেওয়া। পরিস্থিতির উপর নির্ভর করে গ্রাহকদের সহায়তা করা। ইনকামিং এবং আউটগোয়িং কার্গোগুলোর যত্ন নেওয়া। অতিরিক্ত ওজনের চার্জে কাজ করা। ইত্যাদি।

চাকরির ধরন: পূর্ণকালীন।

কাজের স্থান: অফিস জব।

বয়সসীমা: সর্বোচ্চ ২৫ বছর। উচ্চতা: মহিলা- ৫ ফুট ৩ ইঞ্চি। পুরুষ- ৫ ফুট ৭ ইঞ্চি। দৃষ্টিশক্তি: ৬/৬। ভাষা দক্ষতা: লেখা ও বলায় বাংলা-ইংরেজি উভয় ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির স্থান: দেশের যেকোনো জায়গা।

বেতন: ২৩০০০-৩০০০০ টাকা। ৬ মাসের শিক্ষানবিশকাল শেষ হওয়ার পর বেতন ২৮০০০-৩৫০০০ টাকা।

সুযোগ-সুবিধা: চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস।

আবেদন পদ্ধতি: বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই, ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।