ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্যারিয়ার

একাধিক পদে আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, মে ১৬, ২০২৩
একাধিক পদে আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ প্রতীকী ছবি

ঢাকা: আবুল খায়ের গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।  
পদের সংখ্যা: নির্ধারিত না।  
আবেদন যোগ্যতা: ম্যানেজমেন্ট, এইচআরএম, ফাইন্যান্স, মার্কেটিং, ইকোনমিক্স, ইংরেজি বিষয়ে মাস্টার্স পাস করতে হবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে অভিজ্ঞতা থাকা আবশ্যক নয়। থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।  

এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ থাকতে হবে। তবে অনার্স ও মাস্টার্সে সিজিপিএ ৩.৫ এর উপরে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: টেকনিক্যাল ম্যানেজমেন্ট ট্রেইনি।  
পদের সংখ্যা: নির্ধারিত না।  
আবেদন যোগ্যতা: ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পাস করতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর ঢাকা ও চট্টগ্রামে কাজের আগ্রহ থাকতে হবে।  

আবেদন যেভাবে: আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। হিউম্যান রিসোর্সেস ডিভিশন, আবুল খায়ের গ্রুপ, ডি টি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম এ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ২৫ মে, ২০২৩

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।