ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্যারিয়ার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বিশ্ববিদ্যালয়টির প্রকৌশলী বিভাগে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম : প্রধান প্রকৌশলী। পদের সংখ্যা: ১টি। আবেদন যোগ্যতা: প্রার্থীর শিক্ষাজীবনে সকল পর্যায়ে নূন্যতম দ্বিতীয় বিভাগ সিজিপিএসহ স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে পাস হতে হবে।  

প্রর্থীকে প্রকৌশলী বা তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমমান পদে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতাসহ ইঞ্জিনিয়ারিং প্রকল্প ও প্লানিং এর অভিজ্ঞতা থাকতে হবে।  

এম.এস.সি বা উচ্চতর ডিগ্রীধারী প্রার্থীর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ৪৫ বছর হতে হবে।
আবেদন যেভাবে: শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ পত্র, অন্যান্য প্রশংসাপত্রের সত্যায়িত কপি ও সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্রসহ অগ্রণী ব্যাংকের ইবি শাখা হতে ১০০ টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।  

এরপর অগ্রণী ব্যাংক, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উপর গৃহীত (অগ্রণী ব্যাংকের যে কোন শাখা হতে ১২০০ টাকা এবং যারা অনলাইন হতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ১৩০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারসহ ১০ সেট আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের (চাকরিরতদের বেলায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে) অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে। খামের উপর পদ ও অফিসের নাম উল্লেখ করতে হবে।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড ৩)।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।