ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

নীলফামারী পৌরসভায় ৪৬ কোটি টাকার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুন ২৪, ২০২১
নীলফামারী পৌরসভায় ৪৬ কোটি টাকার বাজেট ঘোষণা

নীলফামারী: নতুন কোনো করারোপ ছাড়াই নীলফামারী পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের জন্য প্রায় ৪৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।  

পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে পৌরসভা হলরুমে এ বাজেট ঘোষণা করেন।

 

বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কিছুটা বৃদ্ধি করে ৪৫ কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকার এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট সভায় টানা ৩৩ বছর পৌর মেয়রের দায়িত্ব থাকা দেওয়ান কামাল আহমেদ আধুনিক শহরের স্বপ্ন বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনার পাশাপাশি নিয়মিত পৌরকর পরিশোধের আহ্বান জানিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।  

এ সময় পৌরসভা পরিষদের কাউন্সিলাররা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে সামাজিক স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এবারের বাজেট ঘোষণা অনুষ্ঠানটি সীমিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।