ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

জিললুর রহমানের ‘পপলার বন মরে পড়ে আছে’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
জিললুর রহমানের ‘পপলার বন মরে পড়ে আছে’

ঢাকা: অমর একুশে বইমেলায় বাতিঘর থেকে বেরিয়েছে কবি জিললুর রহমানের নতুন কবিতার বই ‘পপলার বন মরে পড়ে আছে। ’

সব্যসাচী হাজরার প্রচ্ছদে বইটি মেলায় পাওয়া যাচ্ছে ৩২৭-৩২৯ নম্বর স্টলে।

এছাড়াও বাতিঘরের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শাখাতে পাওয়া যাবে বইটি।

আশির দশকের অন্যতম কবি জিললুর রহমান। ‘পপলার বন মরে পড়ে আছে’ তার ষষ্ঠ কবিতার বই।

নতুন বই নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বইটিতে ২০টি কবিতা সংকলিত হয়েছে। সঙ্গে রয়েছে তাসাদ্দুক হোসেন দুলুর আঁকা চিত্র। এর প্রেক্ষাপট প্রাগৈতিহাসিক যুগ। আমি যে কোনোভাবে লক্ষ কোটি বছর আগের পৃথিবীতে বিচরণ করতে শুরু করি। সেই অনুভূতি নিয়েই কবিতাগুলো লেখা হয়েছে। কাজেই বইটি প্রকাশ হওয়ার পর পাঠক কীভাবে গ্রহণ করবে, তা চিন্তা করে উৎকন্ঠা বেড়েছে।

জিললুর রহমানের অন্য বইগুলো হলো—অন্যমন্ত্র (১৯৯৫), শাদা অন্ধকার (২০১০), ডায়োজিনিসের হারিকেন (২০১৮), আত্মজার প্রতি ও অন্যান্য কবিতা (২০২১) এবং হঠাৎ রাজেন্দ্রপুর (২০২২)।

কবিতা লেখার পাশাপাশি ছোটকাগজ ‘যদিও উত্তরমেঘ’-এর সম্পাদনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।