ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

শুক্রবার বইমেলার প্রথম শিশুপ্রহর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
শুক্রবার বইমেলার প্রথম শিশুপ্রহর

ঢাকা: বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ১৫ ফেব্রুয়ারি হলেও শিশুপ্রহরের প্রথম আয়োজন থাকছে আগামীকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি)।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময় শিশুরা তাদের অভিভাবকসহ মেলা প্রাঙ্গণে ঘুরে বই সংগ্রহ করতে পারবে।

এরপর দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বইমেলা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলা একাডেমি।

এ প্রসঙ্গে বাংলা একাডেমির উপপরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আকবর হোসেন জানান, আগামীকাল মেলায় থাকছে শিশুপ্রহর। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে।

অমর একুশে বইমেলা উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিশু কর্নারে শিশুদের জন্য রয়েছে নানা স্টল। সেগুলোতে বই সাজানোর পাশাপাশি শিশুদের বিনোদনের জন্যও রয়েছে ব্যবস্থা।

বইয়ের প্রতি শিশুদের আগ্রহ সৃষ্টিতে প্রতি বইমেলায় শুক্র ও শনিবার পালিত হয় শিশুপ্রহর। বেলা ১১টা থেকে খুলে দেওয়া হয় মেলা প্রাঙ্গণ। দুপুর ১টা পর্যন্ত শিশুদের জন্য নির্ধারণ করা হয় মেলার সময়, যেন তারা এই সময়ে স্বাচ্ছন্দ্যে মেলায় ঘুরে বই দেখতে পারে। তবে এবার করোনার কারণে শিশুপ্রহর দেরিতে শুরু হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এইচএমএস/এমজেএফ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।