ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলির বইমেলা পরিদর্শন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলির বইমেলা পরিদর্শন

গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলা পরিদর্শন করেন তিনি। মেলায় তাকে স্বাগত জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

ভারতীয় হাইকমিশনার বইমেলায় এসে মেলার বিভিন্ন কর্নার, স্টল, প্যাভিলিয়ন পরিদর্শন করেন। একইসঙ্গে বই দেখেন। পাশাপাশি তিনি মেলার সার্বিক বিষয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বইয়ের প্রতি সব বয়সী বাঙালির ভালোবাসা দেখে আপ্লুত হন।

বইমেলা পরিদর্শন শেষে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশকে বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধুর তিনটি বই উপহার দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এইচএমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।