ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

কিশোরগঞ্জে সাত দিনের বইমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
কিশোরগঞ্জে সাত দিনের বইমেলা

কিশোরগঞ্জ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিশোরগঞ্জে সাত দিনের বইমেলা শুরু হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল সংলগ্ন মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আতাউর রহমান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
 
উদ্বোধনী অনুষ্ঠানের পরে মেলা প্রাঙ্গণে স্থাপিত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিসি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।  

এছাড়াও মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় বইয়ের স্টলসহ ১১৯টি স্টল রয়েছে। মেলার প্রথমদিনেই নারী-শিশুসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমাগম দেখা যায়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।