ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

মেলায় কচি খন্দকারের ‘এক ঢিলে দশ পাখি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
মেলায় কচি খন্দকারের ‘এক ঢিলে দশ পাখি’

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে অভিনেতা, নির্মাতা ও নাট্যকার কচি খন্দকারের বই ‘এক ঢিলে দশ পাখি’। তার লেখা দশটি নাটক ও টেলিফিল্মের দশটি গল্প নিয়ে বইটি প্রকাশিত হয়েছে।

বইটিতে কচি খন্দকারের লেখা ‘ক্যারাম’, ‘কবি’, ‘খসরু+ময়না’, ‘বাইসাইকেল’, ‘ভূগোল’, ‘লিটল ম্যাগ’, ‘জেলাস’, ‘জুতো আবিষ্কার’, ‘মানুষ/অমানুষ’, ‘আলেকজান্ডার দ্য সেলুকাস’ গল্পগুলো আছে।

এ বিষয়ে কচি খন্দকার বাংলানিউজকে বলেন, বইয়ে অনেক সংযোজন-বিয়োজন করেছি।

পর্দায় যা দেখেছেন তার সঙ্গে বইয়ে কোনো মিল খুঁজে পাবেন না। আবার কিছু কিছু জায়গায় মিল খুঁজে পাবেন। আসলে লিখতে বসার পর এগুলোতে নতুন অনেক কিছু যুক্ত হয়েছে। পাঠক এতে নতুন কিছু পাবেন।

বইটি প্রকাশ করেছে শোভাপ্রকাশ। ধ্রুব এষের প্রচ্ছদে বইটির মূল্য ২২৫ টাকা।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
ডিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।