ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

মেলায় নওশাদ জামিলের বই ‘প্রার্থনার মতো একা’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
মেলায় নওশাদ জামিলের বই ‘প্রার্থনার মতো একা’

ঢাকা: চলমান বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ পেয়েছে নওশাদ জামিলের কবিতার বই ‘প্রার্থনার মতো একা’। 

বইটি মেলায় এনেছে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ। প্রচ্ছদ করেছেন শিল্পী রাজীব দত্ত।

 

সদ্য প্রকাশিত এ বই নিয়ে নওশাদ বলেন, চার বছর পর প্রকাশিত হলো আমার কবিতার বই ‘প্রার্থনার মতো একা’। বইটিতে গত ৪ বছরে লেখা পছন্দের কবিতাগুলো রাখা হয়েছে। এটি আমার চতুর্থ কবিতার বই।

নওশাদ জামিলের জন্ম ময়মনসিংহের ভালুকায়। এক দশক ধরে কাজ করছেন দৈনিক কালের কণ্ঠের বার্তা বিভাগে, সিনিয়র রিপোর্টার হিসেবে।  

এ কবির অন্য কবিতার বইগুলোর মধ্যে আছে- তীর্থতল (২০১১), কফিনে কাঠগোলাপ (২০১৪), ঢেউয়ের ভেতর দাবানল (২০১৬)। এছাড়া ২০১৭ সালে প্রকাশ পেয়েছে ভ্রমণগ্রন্থ- লঙ্কাপুরীর দিনরাত্রি। যৌথভাবে সম্পাদনা করেছেন- কহন কথা: সেলিম আল দীনের নির্বাচিত সাক্ষাৎকার ও রুদ্র তোমার দারুণ দীপ্তি শিরোনামের দুটি বই ও পত্রিকা।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।