ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বইমেলা

মাদারীপুরে স্বাধীনতা দিবসে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
মাদারীপুরে স্বাধীনতা দিবসে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

মাদারীপুর: ‘আলোকিত মানুষ চাই’ এ স্লোগানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাদারীপুরে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এ মেলা আগামী শুক্রবার (২৯ মার্চ) পর্যন্ত চলবে।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে জেলা শহরের এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) ওয়াহিদুল ইসলাম।  

প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ভ্রাম্যমাণ এ বই মেলায় দেশি-বিদেশি লেখকের ইতিহাস, ঐতিহ্য, গল্প, উপন্যাসসহ বিভিন্ন ধরনের চার হাজারের বেশি বই পাওয়া যাবে।

 

বই মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশিত প্রতিটি বই ক্রেতারা ৩০ শতাংশ ছাড় পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনিয়র ইনচার্জ দেলোয়ার হোসেন, ইনচার্জ আব্দুল মালেক, জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।