ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

বারহাট্টার মেলায় ১ লাখ ৮০ হাজার টাকার বই বেচাকেনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
বারহাট্টার মেলায় ১ লাখ ৮০ হাজার টাকার বই বেচাকেনা নেত্রকোণার বারহাট্টার চার দিনব্যাপী বইমেলা

নেত্রকোণা: নেত্রকোণার বারহাট্টা উপজেলায় চার দিনব্যাপী বইমেলার শেষদিন পর্যন্ত ১ লাখ ৮০ হাজার টাকার বই বিক্রি হয়েছে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলানিউজকে এ তথ্য জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন বাংলানিউজকে জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে অডিটোরিয়াম হলরুমে মেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খসরু বইমেলার উদ্বোধন করেন।

মেলায় বইয়ের ১৭টি স্টল অংশ নেয়। পাঠকদের মাঝে শিশুতোষ ও উপন্যাসের চাহিদা বেশি ছিলো বলে জানিয়েছে বিক্রেতারা। তবে বিক্রি হয়েছে কবিতা, বিজ্ঞান ও কল্পকাহিনীর বইও।

উপজেলা পর্যায়ে ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠিত হওয়া এ বইমেলায় ১ লাখ ৮০ হাজার টাকার বই বিক্রির বিষয়টি আশাব্যঞ্জক বলেও মন্তব্য করেন ইউএনও ফরিদা।

তিনি আরো বলেন, মেলায় শুধু বই বিপণনই উপজেলা প্রশাসনের উদ্দেশ্য ছিল না, বরং বই কেনার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই এই আয়োজন। ক্ষুদ্র পরিসর থেকে ভবিষ্যতে বৃহৎ পরিসরে মেলার আয়োজন করার প্রয়াস রয়েছে আমাদের।

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।