ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

মীনা অ্যাওয়ার্ড প্রাপ্ত গল্প নিয়ে মেলায় মীমের ‘টুপিটুন’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
মীনা অ্যাওয়ার্ড প্রাপ্ত গল্প নিয়ে মেলায় মীমের ‘টুপিটুন’ টুপিটুন গ্রন্থের ফ্ল্যাপ ও প্রচ্ছদ

ঢাকা: মীনা মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্ত ছয়টি গল্পসহ আরো কিছু শিশু- কিশোর উপযোগী গল্প নিয়ে এবারের একুশে গ্রন্থমেলায় এসেছে মীম নোশিন নাওয়াল খানের ‘টুপিটুন’। 

শিশু-কিশোর উপযোগী হলেও গল্পগুলো সব বয়সী পাঠকদের আনন্দ দেবে, উন্মোচন করবে ভাবনার নতুন জগৎ।

বইটি পাওয়া যাবে বিদ্যাপ্রকাশের স্টল নম্বর- ২৪৩, ২৪৪, ২৪৫, ২৪৬-এ।

প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মূল্য ১৫০ টাকা।

মীমের অন্য উল্লেখযোগ্য বইগুলো হলো- দূর্বা, পড়শি, নির্ভূম রাজকন্যা পানিকা, মৎস্যকুমারী রাজকন্যা, কলাপাতার বাঁশি, পুতুলের ইস্কুলব্যাগ, খেয়া এবং..., আয়লিন ও স্বর্ণরহস্য, বোকা মানুষটা ও পাগলী মেয়েটা।  

ছয়বার ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে সেই ছোটবেলা থেকে লেখালেখির জগতে নামকাড়া মীম। তার ঝুলিতে রয়েছে আরো অনেক পুরস্কার। দেশের গণ্ডি পেরিয়ে লিখছে ভারতের ছোটদের পত্রিকাগুলোতেও। আলোকচিত্র ও ছবি আঁকায়ও দক্ষ মীম এই বিষয়গুলোতেও নানা পুরস্কার পেয়েছে। নিজের দু’টি বইয়ের প্রচ্ছদ এঁকে আত্মপ্রকাশ করেছে প্রচ্ছদশিল্পী হিসেবেও। লেখালেখি, সাংবাদিকতা, আলোকচিত্র, ছবি আঁকা, বিতর্ক ও হাতের কাজ করা মীমের পছন্দের বিষয়।  

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।