ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

মেলায় ড. সাজ্জাদের ‘অদৃশ্য প্রযুক্তি’ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
মেলায় ড. সাজ্জাদের ‘অদৃশ্য প্রযুক্তি’  ‘অদৃশ্য প্রযুক্তি’ গ্রন্থের প্রচ্ছদ

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনের তথ্যপ্রযুক্তি বিষয়ক বই ‘অদৃশ্য প্রযুক্তি’।

দীর্ঘদিন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক হিসেব দেশের তথ্যপ্রযুক্তির শিক্ষায় অবদান রাখছেন ড. সাজ্জাদ। তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে তার নিরলস প্রচেষ্টা রয়েছে।

নিয়মিত লেখেন তথ্যপ্রযুক্তি নিয়ে।

তার এ বইটিতে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের নানা সাফল্যের কথা চিত্রিত হয়েছে। যেমন কৃষিতে কীভাবে তথ্যপ্রযুক্তির ব্যবহার আমাদের উৎপাদনশীলতা বাড়িয়েছে, ইন্টারনেট অব থিংস, স্মার্ট অফিস, ভার্চুয়াল রিয়েলিটি, কোয়ান্টাম কম্পিউটিং, মোবাইল প্রযুক্তি, বিগডেটা প্রভৃতি।

পাঠক বইটি পড়ে তথ্যপ্রযুক্তিতে আমাদের সম্ভাবনা সম্পর্কে আরো বেশি ওয়াকিবহাল ও উৎসাহিত হবেন।

বইটি প্রকাশ করেছে প্রথম পালক। দাম ২৬০ টাকা। বইমেলায় পাওয়া যাচ্ছে পাঠক সমাবেশের ১৯ নম্বর প্যাভিলিয়নে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।